আমরা ঢাকা এবং সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে ডেলিভারী দিয়ে থাকি।
সময় সীমাঃ
ঢাকার মধ্যে- ২ থেকে ৩ কর্মদিবস
সারা বাংলাদেশে- ৩ থেকে ৭ কর্মদিবস
এক্সপ্রেস ডেলিভেরি- ২-৩ ঘন্টা (শুধু ঢাকা সিটিতে)
* এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে সাধারনত পাঠাও পার্সেল সার্ভিস ব্যবহৃত হয়। সেক্ষেত্রে পার্সেল ডেলিভারি চার্জ গ্রাহককে করে বহন করতে হবে।
অফিস পিকাপঃ
আপাত আমাদের কোনো অফিস পিকআপ সিস্টেম নাই।
ডেলিভারি চার্জঃ
ডেলিভারি ফি সাধারণ প্রডাক্টের ধরন ওজন এবং বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে প্রতিটি প্রডাক্টের সাথেই তার ডেলিভারী চার্জ উল্যেখ করা থাকবে। তবে কিছু কিছু ক্যাম্পেইনে ডেলিভারী চার্জ নেয়া হয়না।
অগ্রীম ডেলিভারি চার্জঃ
সাধারনত ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ( প্রডাক্ট ভেদে ) অগ্রীম নেয়া হয়না, তবে ঢাকা সিটির বাহিরে যে কোনো ডেলিভারির ক্ষেত্রে শুধু মাত্র ডেলিভারি চার্জ অগ্রীম গ্রহন করা হয়।
ডেলিভারি ট্রাকঃ
প্রডাক্ট ডেলিভারির জন্য প্রস্তুত করার পর যা ডেলিভারী কম্পানির কাছে প্রদান করার পর আমরা ডেলিভারি ট্রাক লিংক পেয়ে থাকি আপনি Order Tracking পেজে আপনার অর্ডার নাম্বার এবং ইমেল এড্রেস দিয়ে সহজেই দেখে নিতে পারবেন।